ছিরু মোল্লার দৌড় ও সাম্যবাদী করোনার মুভমেন্ট পাস

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ১১:৪৭

ফাঁকা মাঠে ছিরু মোল্লা দৌড়াচ্ছে। কঠিন দৌড়। নিজের জমির ধান দেখতে গিয়েছিল সে। এর মধ্যে ঝড় উঠেছে। আশপাশে আশ্রয় নেওয়ার মতো ঘরবাড়ি নেই। এক কিলোমিটার দৌড়ে মাঠ পার হলে ঘরবাড়ি। বাতাসের প্রচণ্ড ঝাপটা ছিরু মোল্লাকে উড়িয়ে নিতে চাইছে।


সে বারবার পড়ে যাচ্ছে। উঠে আবার দৌড়াচ্ছে। একসময় দুর্বল হয়ে সে বসে পড়ল। সিদ্ধান্ত নিল আর দৌড়াবে না, এখানেই বসে থাকবে। ঝঞ্ঝার মধ্যে সে মনে মনে বলতে লাগল, ‘যারে ধইরে রাখার জন্যি দৌড়াইতিছি, দৌড়ের কারণে সে-ই যদি বাইর হয়ে যায়, তাইলে আর দৌড়ায়া কী লাভ?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও