সুন্দরবনে কাঙ্ক্ষিত মধু পাচ্ছেন না মৌয়ালরা
বৃষ্টি না হওয়ায় সুন্দরবনে মৌচাক থেকে সঠিক পরিমাণে মধু আহরণ সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন মৌয়ালরা। বৃষ্টি না হওয়ায় মধু সংগ্রহ কম হবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরেজমিনে সুন্দরবনসংলগ্ন গাবুরা গ্রামে পেশাদার মৌয়াল ফারুক, আবুল কাশেম, মুন্সীগঞ্জ গ্রামে সিরাজ ও হাতেমসহ অনেকে বলেন, ‘টাকা ধার নিয়ে মধু আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করি। কিন্তু কাঙ্ক্ষিত মধু পাওয়া যাচ্ছে না। একটি চাক হতে সর্বোচ্চ দেড়/দুই কেজি মধু পাওয়া যাচ্ছে।’