You have reached your daily news limit

Please log in to continue


করোনা সুনামিতে IPL! নাম না করে সৌরভকে তুলোধনা বিন্দ্রার

করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে গোটা দেশ। অক্সিজেনের সংকটে রীতিমতো হাহাকার দেশজুড়ে। করোনা সুনামিতে রীতিমতো থরহরি কম্প দেশে। রোজই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন কঠিন সময়ে IPL চলছে। আর যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সুর শোনা গিয়েছে। এবার করোনা অতিমারী আবহে IPL-এর আয়োজন করা নিয়ে নাম না করে BCCI-কে বিঁধলেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রা।

BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম না করে অভিনব এও বলেছেন, 'আমি যদি BCCI সভাপতি হতাম, তাহলে বুঝতাম, আইপিএল কোনও চ্যারিটি নয়। টিকাকরণের জন্য বৃহৎ পরিমাণে সাহায্য করতাম। সকলকে দায়িত্বশীল হতে হবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন