মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ৭ শ্রমিকের মৃত্যু
মদের দোকান বন্ধ। তাই তারা মদ কিনতে পারেননি। সেই কারণে স্যানিটাইজার খেয়ে নেন। কারণ, স্যানিটাইজারেও অ্যালকোহল থাকে। তাই মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। সম্প্রতি এই ঘটনাটি মহারাষ্ট্রে ঘটেছে। গত বছর লকডাউনের সময় এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল।
সেখানকার প্রশাসনের পক্ষে শনিবার (২৪ এপ্রিল) জানানো হয়েছে, রাজ্যজুড়ে লকডাউন চলছে। তাই জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। সে কারণে মদও পাওয়া যাচ্ছে না। সেই কারণে মদ না পেয়ে ওই সাতজন স্যানিটাইজার খায় বলে জানা গেছে।