করোনার মধ্যে থাবা মশাবাহিত রোগেরও
কলকাতায় গড়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। গোদের উপর বিষফোড়া হলো, এর সঙ্গেই শহরের বিভিন্ন প্রান্তে অনেকে আক্রান্ত হচ্ছেন মশাবাহিত রোগেও। ডেঙ্গির তুলনায় ম্যালেরিয়ায় দাপট দেখা যাচ্ছে বেশি।
পুরসভা সূত্রে খবর, চলতি বছরে শনিবার, ২৪ এপ্রিল পর্যন্ত শহরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মাত্র ২৫ জন। সেখানে ম্যালেরিয়ার পরজীবী থাবা বসিয়েছে ২১০ জনের শরীরে। বিগত বছরগুলির তুলনায় মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যাটা তুলনামূলক ভাবে অনেকটাই কম ঠিকই। কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে নারাজ পুরসভার স্বাস্থ্য বিভাগ। কেননা, মশাবাহিত রোগের আসল মরসুম বর্ষা আসার ঢের আগেই খাতা খুলে গিয়েছে। এক কর্তা বলছেন, 'করোনা কত দিন থাকবে, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না।