অবৈধ বিক্রি বন্ধে বালুর স্তুপ নিলামে তুললেন ইউএনও
দিনাজপুরের বোচাগঞ্জে সোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রি বন্ধ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রি করলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এতে সরকার রাজস্ব পেল ১ লাখ ১৫ হাজার টাকা।
রবিবার বোচাগঞ্জের শ্রীমন্তপুর জালিয়াপাড়ায় বালুর ঢিপির সামনে এলাকাবাসীর উপস্থিতিতে বালু নিলামে বিক্রির কার্যক্রম শুরু করা হয়। এতে ৯জন ব্যক্তি উক্ত নিলামে অংশগ্রহণ করেন। খনগাঁও গ্রামের চন্দন মাষ্টার সর্বোচ্চ নিলামে ডাকদাতা ১ লক্ষ ১৫ হাজার টাকায় বালু ক্রয় করে নেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবৈধ
- বালু উত্তোলন
- নিলামে বিক্রি