![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmati-20210425203315.jpg)
কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, এস্কেভেটর জব্দ-অভিযুক্তকে তলব
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে কৃষিজমিতে পুকুর খনন করার নামে ইটভাটায় মাটি বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ এপ্রিল) বিকেল ৪টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত সেনেরহুদা গ্রামের বসতি পাড়ার মৃত শওকত আলীর ছেলে আলী আকুব্বরসহ (৬০) তার সহযোগীরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে