শেরপুরে কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ
শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করছে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণ।
শনিবার ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ১১০টি পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও একটি সাবান।