![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F6e84e976-8745-4e81-a148-b66a29f3f3fc%252F168419051_810909486199090_1571525544803736297_n.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শিশুবক্তা রফিকুল ৫ দিনের রিমান্ডে
শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে পাঁচ দিনের রিমান্ডে কারাগার থেকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাঁকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।