লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রথম দিনেই নেত্রকোনায় পরপর পৃথক দু'টি সড়কে সিএনজি-পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
রবিবার দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় এবং নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাগলাবাজার এলাকায় পরপর দু'টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নেত্রকোনা সদরের সাকুয়া এলাকার দুর্ঘটনায় সিএনজি যাত্রী রাজিব আহমেদ রাজু (২৫) ও কলমাকান্দা সড়কেও সিএনজি যাত্রী অজ্ঞাত একজন নিহত হয়েছেন।