সরকারি নির্দেশ অমান্য করায় ২ জনকে অর্থদন্ড
ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ২ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার থানার মোড়, জয়পাড়া বাজার, জয়পাড়া মেইন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এর ২৪ ধারায় ২টি মামলায় ২ জনকে ১ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।