Bengal Polls:সপ্তম দফায় অতিরিক্ত বুথ প্রায় ৩ হাজার,কোভিড নিয়ে সতর্ক কমিশনের একাধিক ব্যবস্থা
করোনা আবহে ভোটের প্রচারে আগেই রাশ টেনেছিল নির্বাচন কমিশন। এ বার কমিশনের নজরে ভোট গ্রহণ কেন্দ্র। সেখানেও যাতে কঠোর ভাবে কোভিড বিধি মানা হয় তার উপর জোর দিতে বলা হয়েছে ভোট কর্মীদের। কমিশন সূত্রে খবর, সপ্তম দফার ভোটে প্রতিটি বুথে নিরাপত্তার পাশাপাশি কোভিড বিধি পালনে সর্বোচ্চ গুরুত্ব দেবে কমিশন।২৬ এপ্রিল, সোমবার সপ্তম দফায় রাজ্যের ৫ জেলার ৩৪ আসনে ভোট গ্রহণ রয়েছে। এই দফায় মোট বুথের সংখ্যা ১২,০৬৮। এর মধ্যে রয়েছে ৯১২৪টি প্রধান এবং ২৯৪৪টি অতিরিক্ত বুথ। কোনও বুথে এক হাজারের বেশি ভোটার হলে অতিরিক্ত ভোটারদের জন্য আলাদা বুথ করা কথা আগেই জানিয়েছিল কমিশন।