৩৮ কোটি টাকা ঋণ নিয়ে লাপাত্তা! দায় নিতে নারাজ জিম্মাদারও
যমুনা টিভি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ১৩:০৪
গ্রাহক লাপাত্তা, ঋণের গ্যারান্টারও দায় নিতে রাজি নয়। ফলাফল সাউথইস্ট ব্যাংকের ৩৮ কোটি টাকা আদায় অনিশ্চিত। ব্যাংকের দাবি, সব নিয়ম মেনেই ঋণ দেয়া হয়েছিল মেসার্স শাকিল আখতারকে। যার গ্যারান্টি দিয়েছিল তাদের পারিবারিক প্রতিষ্ঠান এহসান সোয়েটার, এহসান ফ্যাশন এবং হট ড্রেস। টাকা আদায়ে মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তাদের দাবি, টাকা না দিতেই এসব ফন্দি আটছে শাকিল আখতারের ভাইয়েরা। আরও ভিডিওতে।