ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে ৭ জনের মৃত্যু
ভারতে মদ না পেয়ে নেশার টানে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের যাভাৎমাল জেলায় এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই যাভাৎমাল জেলার বানি গ্রামের বাসিন্দা। পেশায় তারা সকলেই শ্রমিক।
জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহ শেষে লকডাউন জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। লকডাউনের কারণে বন্ধ রয়েছে মদের দোকান। তারা সকলেই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু, লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় মদ কিনতে না পেরে স্যানিটাইজার খেয়েছে তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- মদ
- হ্যান্ড স্যানিটাইজার