ডিএনএ ও জীবপ্রযুক্তি: আর কত উপেক্ষা
পুরো পৃথিবী যখন কোভিডে আক্রান্ত, তখন দুটো দেশে লোকজন নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারা হলো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। দুটো দেশই জিনোম সিকুয়েন্সিংয়ের মাধ্যমে এ মহামারি নিয়ন্ত্রণে এনেছে। এ দুটি দেশ এখন কোভিডমুক্ত (জিরো কোভিড)।
বাংলাদেশ যখন শুধু তৈরি পোশাক বাণিজ্য করে বস্ত্রশিল্পের বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা উপার্জনে ব্যস্ত, তখন ইনসুলিন, গ্রোথ হরমোন আর ব্লাড ক্লটিং ফ্যাক্টরের ব্যবসা করে শত শত কোটি ডলার উপার্জন করছে ভারত ও উন্নত দেশগুলোর উদ্যোক্তারা। সম্প্রতি কার-টি সেল থেরাপি উদ্ভাবন করে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি একাই প্রতিবছর কোটি ডলার আয় করার সক্ষমতা অর্জন করেছে।