![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202104/578125_169.jpg)
তাপদাহে পুড়ছে ফসল, মলিন কৃষকের হাসি
পটুায়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় রবি মৌসুমের শুরু থেকে প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে রবি মৌসুমে ফসল কম হওয়ার আশঙ্কা করেছেন কৃষকরা। অতিরিক্ত তাপদাহে শুকিয়ে যাচ্ছে বাদাম, মরিচ, মুগডালসহ শত শত হেক্টর ফসলের মাঠ। অনাবৃষ্টি ও তাপদাহ যেন কেড়ে নিয়েছে এখানকার কৃষকের মুখের হাসি।