![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/04/print/photos/Hossen-Zillur-samakal-6084509dd90c4.jpg)
সংকট কাটাতে প্রয়োজন 'স্মার্ট লকডাউন'
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব সামাল দিতে আমরা দেখছি ১৪ এপ্রিল থেকে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাকে বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন। এতে জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমের বাইরে সবকিছু বন্ধ রাখা হয়েছে। এই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে এবং ইতোমধ্যে শপিংমল খোলার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। লকডাউনের কারণে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষের টিকে থাকার সংগ্রাম আরও কঠিন হয়ে যাচ্ছে। এ অবস্থায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে দুর্ভাবনায় পড়েছেন নতুন করে।
আমরা দেখছি, ইতোমধ্যে মহামারি সংক্রমণের এক বছর পার হয়েছে। কিন্তু ঋণের জালে জড়িয়ে এবং সঞ্চয় হারিয়ে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনও তাদের দৈনন্দিন জীবন চালাতে প্রতিনিয়ত যুদ্ধ করছে। বিশেষ করে শহুরে বস্তিবাসীদের অবস্থা বেশ ভয়াবহ। আমাদের গবেষণায় এসেছে, শহুরে বস্তিতে কভিড-পূর্ব অবস্থার আয়ের চেয়ে এখনকার আয় ১৪% কম।