![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fliterature%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsunil-20210425094556.jpg)
করোনা আক্রান্ত বুদ্ধদেব গুহ
করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাহিত্যিক বুদ্ধদেব গুহ। প্রথমে একটি হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’-র মতো জনপ্রিয় উপন্যাসের এই লেখকের এখন বয়স ৮৬ বছর।