টিকা না নিতেই টিকার সনদ!
টিকার কোনও ডোজ না নিয়েও ভ্যাকসিন সনদ পেয়ে গেছেন সাংবাদিক এস এম নুরুজ্জামান। তার কাছে টিকা গ্রহণের এসএমএস এসেছিল দুবারই। কিন্তু পেশাগত কাজে ঢাকার বাইরে থাকায় এবং দ্বিতীয় ডোজের আগে করোনা আক্রান্ত হওয়ায় তিনি কোনও ডোজই নিতে পারেননি।
এস এম নুরুজ্জামান জানান, করোনাভাইরাসের টিকা নিতে গত ২৭ জানুয়ারি অনলাইনে নিবন্ধন করেন। পরে রাজধানীর রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় হাসপাতাল থেকে ১৫ ফেব্রুয়ারি টিকা গ্রহণের জন্য মেসেজ পান। সে সময়ে ঢাকার বাইরে থাকায় টিকা নিতে পারেননি। ১২ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা এসএমএস আসে স্বাস্থ্য অধিদফতর থেকে। তখন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন। ফলে ওই তারিখেও টিকা নিতে পারেননি। এরপর গত ২০ এপ্রিল আরেকটি এসএমএস পান। সেখানে উল্লেখ ছিল, ‘আপনার দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। www.surokkha.gov.bd অথবা অ্যাপ থেকে ভ্যাকসিন সনদ গ্রহণ করুন।’ ম্যাসেজ প্রাপ্তির পর তিনি সুরক্ষা প্লাটফর্মে প্রবেশ করে দেখেন তার ভ্যাকসিন সনদ তৈরি!