![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F25%2Firan-ind-pak_0.jpg%3Fitok%3D5C7UicWs)
ভারত ও পাকিস্তানের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ করল ইরান
ভারত ও পাকিস্তানের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, ইরানের বেসামরিক ফ্লাইট চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ হাসান জিবাখশ গতকাল শনিবার এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত ও পাকিস্তানে নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট শনাক্ত হওয়ায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানগামী এবং ওই দুই দেশ থেকে ইরানগামী নির্ধারিত সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।