কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিজে নিজেই চলছে সোয়াব সংগ্রহ

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ০৮:৫১

কোনও স্বাস্থ্যকর্মী বা টেকনিশিয়ান নয়, করোনার জন্য সোয়াব (Covid19 West Bengal) সংগ্রহ করতে হচ্ছে নিজেদেরই। প্রত্যন্ত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নয়, শনিবার এই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। জঙ্গিপুরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুরসভা এলাকা ও গ্রাম থেকে এদিন অনেক মানুষ ভিড় করেন মহকুমা হাসপাতালে। হাসপাতালে পাশে টিনের ছাউনির নীচে ৫০ থেকে ৬০ জন লম্বা লাইনে, রোদের তাপ থেকে বাঁচতে কয়েকজন অসুস্থ মানুষ দাঁড়িয়ে গাছতলায়। তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালের টেকনিশিয়ান রাহুল মুখোপাধ্যায়।

সামনের বেঞ্চে রাখা সোয়াব পরীক্ষার কিট। রোগীদের তালিকা ধরে নাম ডাকছেন রাহুল তারপর করোনা পরীক্ষা করতে আসা রোগীরা একে একে সেই কিট গলার ভেতর ঢুকিয়ে লালা সংগ্রহ করে নিজেরাই নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছেন। অনেকে সঠিক ভাবে নিতে না-পারায় লালারস নিতে গিয়ে অসুস্থও হয়ে পড়েন। টেকনিশিয়ানের অবশ্য কোনও হেলদোল নেই। আরটিপিসিআর পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহের এই খবর এ দিন সকালে সংবাদ মাধ্যমে প্রচার হতেই নড়েচড়ে বসেন স্বাস্থ্যকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও