তৃতীয় দফা টিকার আগে তথ্যভাণ্ডার গড়ায় জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রের
তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পরে আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ। আগামী পয়লা এপ্রিল থেকে ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেককে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আজ সেই সংক্রান্ত এক বৈঠকে রাজ্যগুলিকে বেশ কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে, কোউইন অ্যাপ ব্যবহার করে রাজ্যগুলিকে ঠিক সময়ে ঠিক তথ্য মানুষের হাতে তুলে দিতে হবে। কারণ ভুল তথ্যের ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সংশয়ের মুখে পড়বে। পাশাপাশি, অতিরিক্ত কোভিড টিকাকরণ কেন্দ্র তৈরি করে সেগুলিও নথিভুক্ত করতে হবে অ্যাপে। জানাতে হবে বিভিন্ন হাসপাতালের হাতে থাকা টিকার জোগান ও মূল্য। টিকাকরণ কেন্দ্রের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সাহায্য নিতে বলা হয়েছে রাজ্যগুলিকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে