৪০ বছর না খেয়ে বাঁচে যে প্রাণী!
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ২১:৫১
জার্মান প্রাণীবিজ্ঞানী জোহান ১৭৭৩ সালে প্রথম এই প্রাণীটির খোঁজ পান। বিশেষ এই প্রাণীটির নাম হচ্ছে টারডিগ্রেড। জানা গেছে, এটি প্রায় ৪০ বছর পর্যন্ত খাওয়া দাওয়া না করেই বাঁচতে পারে। খাবার না খেয়ে এতো লম্বা সময় বেঁচে থাকার প্রক্রিয়াকে বিজ্ঞানের বলা হয়ে থাকে “ক্রিপ্টোবায়োসিস”।
বলা হয়ে থাকে, এই প্রক্রিয়ায় এই প্রাণীটি নিজের শরীরের সব মেটাবলিজম প্রক্রিয়া বন্ধ করে দেয় ও এর ফলে জলের পরিমাণ একদম কমে গিয়ে তার নিজের শরীর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়। প্রাণীটির এই সহ্য ক্ষমতা সত্যিই অবাক করেছে সবাইকে। এর আকার মাত্র শূণ্য দশমিক ৫ থেকে সর্বোচ্চ ১ মি.লি. মিটার পর্যন্ত হয়ে থাকে।
- ট্যাগ:
- জটিল
- প্রাণী
- না খেয়ে থাকা
- ক্রিপ্টোবায়োসিস