প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে হত্যা করে ছেলে
হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবাকে খুন করেছেন ছেলে ও তার স্বজনরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা আদালতে জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করেছে। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এমন চাঞ্চল্যকর তথ্য জানান এসপি মোহাম্মদ উল্ল্যা।
এসপি জানান, স্থানীয় বিজনা নদীর লিজ নিয়ে নবীগঞ্জের বাঁশডর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ১০/১২টি মামলাও রয়েছে। এরই জেরেই গত বছরের ১৫ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিছানায় শুয়ে থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে তার ছেলে আরশ আলী এবং তার পক্ষের লোকজন অস্ত্র দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে