কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Bengal Polls: বাতিল শনিবারের সূচি, কোভিডে বেশি ভিড় এড়াতে বাংলায় আর সভা নয় অমিতের

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১২:২৫

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কমিশনের কড়া বিধি মেনে রাজ্যে আর প্রচারে আসছেন না অমিত শাহ। শেষ দু’ফার ভোটগ্রহণের আগে অমিত আর কোনও সভা করবেন না বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। শুক্রবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। এর পরেই শনিবার অমিত-সূচি বাতিল হয়েছে। বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায় সভা ছিল অমিতের।


রাজ্যে প্রথম থেকেই জনসভার থেকে বেশি রোড-শো করেছেন অমিত। গত ২২ এপ্রিল সন্ধ্যা থেকে আর রোড-শো করা যাবে না বলে নির্দেশ দেয় কমিশন। এর পরে সব রোড-শো-র সূচি বদলে জনসভা করা হয়। কমিশনের নির্দেশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল সভা করবেন বলে জানায় বিজেপি। সেই ভার্চুয়াল বক্তৃতা শোনার জন্য যে ক’টি সভা হয়, তার সর্বত্রই সর্বোচ্চ ৫০০ জনের বসার ব্যবস্থা করে রাজ্য বিজেপি। দলের এক রাজ্য নেতা জানিয়েছেন, ভার্চুয়াল বক্তৃতার জন্য ছোট সভার আয়োজন ও ভিড় নিয়ন্ত্রণ করা গেলেও অমিতের মতো মুখ কোনও সভায় গেলে সেখানে ভিড় সামলানো মুশকিল হতে পারে। এটা ভেবেই সূচি বাতিলের সিদ্ধান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও