
জলাশয়কে কেন্দ্র করে অপরিকল্পিত উন্নয়নের যত ধরনের নমুনা আছে, সবই যদি এক জায়গার মধ্যে দেখতে চান, আপনাকে চলনবিল যেতে হবে। এ উন্নয়নের বিষবৃক্ষ থেকে কী অমৃত ফল আমরা লাভ করেছি, এটা দেখতে হলেও আপনাকে চলনবিলে যেতে হবে। রেললাইন। সড়ক ও মহাসড়ক। সেতু, কালভার্ট, স্লুইসগেট ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গ্রোথ সেন্টার। কত নাম বলব? আসলে কী কী হয়েছে তার চেয়ে সহজ কী হয়নি, তার তালিকা করা। ১৯৯৫ থেকে ২০১০—শুধু এ ১৫ বছরেই পাকা সড়ক হয়েছে ১ হাজার ১৮৮ কিলোমিটার, সেতু ১১৩টি, কালভার্ট ৮৫৫টি, গ্রোথ সেন্টার ৯০টি ও স্লুইসগেট ২১টি।
- ট্যাগ:
- মতামত
- উন্নয়ন
- অপরিকল্পিত নগরায়ন