আগে দেশের সবাইকে টিকা দিয়ে তবেই কাঁচামাল রফতানি, ভারতের চিন্তা বাড়িয়ে জানাল আমেরিকা

আনন্দবাজার (ভারত) ওয়াশিংটন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০৯:৪১

ভারতে করোনা সংক্রমণ রেকর্ড হারে বৃদ্ধি পেলেও সেই তুলনায় টিকাকরণ কম হচ্ছে। একাধিক রাজ্য অভিযোগ করছে টিকার ঘাটতি নিয়ে। ঘাটতির অন্যতম কারণ হিসেবে উঠে আসছে ভারতে টিকা তৈরির কাঁচামাল রফতানিতে আমেরিকার বিধিনিষেধের বিষয়টি। কেন এই সিদ্ধান্ত তারা নিয়েছে এ বার তার জবাব দিল আমেরিকা। জানাল আগে আমেরিকার সবাইকে টিকা দিয়ে তবেই কাঁচামাল রফতানি করবে তারা। আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের চিন্তা বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।


ভারতের তরফে বার বার বাইডেন সরকারের কাছে আবেদন করা হয়েছে, টিকার কাঁচামাল রফতানির উপর থেকে বিধিনিষেধ তুলে নিতে। এই প্রসঙ্গে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘‘এই মুহূর্তে আমেরিকাবাসীকে টিকা দেওয়ার কাজ খুব ভাল ভাবে চলছে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগে দেশের মানুষের কথা ভেবেই টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও