রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ চটকল বন্ধ হইতে পারে। আশঙ্কা সত্য হইলে প্রায় এক লক্ষ মানুষ কর্মহীন হইবেন, খাদ্যশস্য রাখিবার চটের বস্তা সরবরাহও ব্যাহত হইবে। এমন বিপর্যয়ের সম্মুখে দাঁড়াইয়া চটকল মালিকদের সংগঠন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করিয়াছে, চটকলগুলির আধুনিকীকরণের জন্য দ্রুত ব্যাঙ্কঋণের ব্যবস্থা করিতে। ইহা যেন ঘরে আগুন লাগিলে কুয়া খুঁড়িবার আবেদন।
You have reached your daily news limit
Please log in to continue
বিপন্ন পাটশিল্প
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন