![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F11%252F21%252F369647dc2460d853751db692c8edc835-5dd61a1e92026.jpg%3Frect%3D0%252C36%252C1920%252C1008%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
গণপরিবহন ২৯ এপ্রিল থেকে চালুর পক্ষে মালিকেরা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ২১:১০
চলতি লকডাউন শেষ হলে ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালু করার দাবি জানিয়েছেন পরিবহনমালিকেরা। তাঁরা বলছেন, রাজধানীসহ দূরপাল্লার পথেও বাস চালু করতে চান তাঁরা। এ ক্ষেত্রে সীমিত আকারে, অর্থাৎ অর্ধেক আসন ফাঁকা রেখে চালানো যেতে পারে। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও তাঁরা তৎপর থাকবেন।