বিনামূল্যে খাদ্যশস্য দেশের ৮০ কোটি মানুষকে, বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা, করোনা পরিস্থিতিতে ঘোষণা কেন্দ্রের
করোনা পরিস্থিতিতে বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের ঘোষণা কেন্দ্রের। মে ও জুন মাসে দরিদ্র মানুষদের মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য দেবে কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় যে ৮০ কোটি মানুষ রয়েছেন, তাঁরাই এই সুবিধা পাবেন। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে অতিমারির প্রকোপ যে যে রাজ্যে বেশি, সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান, বিনামূল্যে খাদ্যশস্য বন্টনের জন্য কেন্দ্র ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কার্ফু এবং কড়া বিধি চালু হয়েছে। তাতে শ্লথ হয়ে পড়েছে দেশের অর্থনীতির গতিও। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে বাড়ির উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। এমন পরিস্থিতিতে তাঁদের ভরসা জোগাতেই জাতীয় খাদ্যসুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী, কেন্দ্র বিনামূল্যে খাদ্যশস্য বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে বলে দিল্লি সূত্রে খবর।