ভারতে মাত্রাতিরিক্ত হারে বাড়ছে করোনার সংক্রমণ। দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন হাসপাতালের চিত্রটা প্রায় একই। বেড নেই, অক্সিজেনের জন্য হাহাকার। আর এমনই এক পরিস্থিতিতে দেখা গেল, Google-এ মানুষ সবথেকে বেশি সার্চ করছেন, 'বাড়িতে কী ভাবে অক্সিজেন বানানো যায়?' আবার কেউ বা সার্চ করছেন, 'বাড়িতে কী ভাবে অক্সিজেন সিলিন্ডার বানানো যায়?' অক্সিজেনের আকাল শুরু হতেই ভারতে Google-এর ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে, 'How To Make Oxygen At Home'।
You have reached your daily news limit
Please log in to continue
'বাড়িতে অক্সিজেন কী ভাবে তৈরি করা যায়?' তীব্র সংকটে Google-এর শরণাপন্ন ভারতবাসী
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন