ছয় উপায়ে নাকের তেলতেলে ভাব দূর করুন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৭:০০
সকালে ঘুম থেকে উঠেই দেখলেন নাক তেলতেলে হয়ে আছে! তৈলাক্ত বা মিশ্র ত্বক যাদের, তারা প্রায় অনেকেই ভোগেন তৈলাক্ত নাকের সমস্যায়। ত্বকের অন্যান্য অংশের চাইতে নাকের ত্বক একটু বেশিই যেন তেলতেলে হয়ে থাকে।
এতে লোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাকহেডস এবং ব্রণসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় তৈলাক্ত অংশে। কিন্তু ভাবছেন কীভাবে মুক্তি পাবেন নাকের তৈলাক্ত ভাব থেকে? চিন্তার কিছু নাই। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে দূর করা যায় এই সমস্যা।
- ট্যাগ:
- লাইফ
- মধু
- ডিম
- দই
- নাকের ত্বকের যত্ন
- কমলার খোসা
- নাকের যত্ন