এক ওয়ার্ডেই ১০ ইটভাটা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের এক কিলোমিটার দীর্ঘ কেশবপুর-হাঁসদিয়া সড়ক। প্রতিদিন এ সড়ক ব্যবহার করেই জেলা-উপজলায় যাতায়াত করে কয়েকটি গ্রামের মানুষ। সম্প্রতি আশপাশে কয়েকটি ইটভাটা গড়ে ওঠায় সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক বালু, মাটি, জ্বালানি ও ইটবোঝাই ড্রাম ট্রাক, ট্রলি চলাচল করে।
এতে একদিনে যেমন ধুলা বেড়েছে, তেমনি সড়কটিরও বেহাল দশা হয়েছে। এ কারণে চলাচলে দুর্ভোগে পোহাতে হয় আশপাশের বাসিন্দাদের। বারবার অভিযোগ করেও কোনো ফল পায়নি তারা। কেশবপুর-হাঁসদিয়া সড়কের আশপাশে গড়ে ওঠা এসব ইটভাটার মালিকের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সৈনিক ইটভাটার মালিক মনোয়ার হোসেন মনু।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইটভাটা স্থাপন
- ইটভাটা