আজ কার উপকার করলেন
একসময় জাপানের রাজধানী ছিল কিয়োটো। শহরজুড়ে বৌদ্ধমন্দির আর সাজানো বাগান। জাপানের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র ওসাকা থেকে এই কিয়োটোতেই যাব। ট্রেনে ৫৬ কিলোমিটার।
স্টেশনে টিকিট কাটতে গিয়ে দেখি মহাবিপদ। মেশিনের সবকিছুর ভাষাই জাপানি। ইংরেজি নিশ্চয়ই ছিল। কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। পেছনে লম্বা লাইন। আমার কারণে আরও বড় হচ্ছে। বড্ড বেশি সময় নিচ্ছিলাম। অন্যরা নিশ্চয়ই বিরক্ত হচ্ছিল।
- ট্যাগ:
- মতামত
- উপকার
- মানুষ মানুষের জন্য