কিচেন পরিচ্ছন্ন রাখতে

বার্তা২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৩:০৮

বাড়ির সৌন্দর্যের অন্যতম অংশ হলো রান্নাঘর। দিনের অনেকটা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হয়। রান্নাঘর ঠিকমতো গুছানো না থাকলে প্রয়োজনের সময় অনেক দরকারী জিনিস খুঁজে পাওয়া যায় না। তাই রান্নাঘর পরিচ্ছন্ন রাখাটা অতন্ত্য জরুরি। কী করে রান্নাঘর পরিচ্ছন্ন রাখবেন জেনে নিন সে উপায়-


চুলার পাশের জায়গা খালি রাখুন


কিচেন কাউন্টার বা যেখানে গ্যাসের চুলা রেখে রান্না করছেন তার চারপাশটা যতটা পারবেন খালি রাখুন। অনেকেই চুলার পাশে অনেক জিনিসপত্র রাখেন। কিন্তু সব তো রোজ দরকার পড়ে না। বিশেষ করে ইলেকট্রিক যন্ত্র যেমন, টোস্টার-রাইস কুকার এগুলো সরিয়ে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও