গরুর দাম কমলেও মাংসের দর লাগামহীন
মেহেরপুরের গাংনী বাজারে মাংসের দাম লাগামহীন। কসাইরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছামতো মূল্য বৃদ্ধি করছে। পার্শ্ববর্তী বাজারগুলোতে মাংসের দর কম থাকলেও গাংনী বাজারের কসাইরা বেপরোয়া। জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নির্ধারিত দরের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দাপটের সাথেই বেশি দরে মাংস বিক্রি করছেন তারা। ফলে অসহায় হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
গাংনীর বিভিন্ন পশুহাটে গিয়ে দেখা গেছে, লকডাউনে গবাদি পশুর মূল্য বহুলাংশে হ্রাস পেয়েছে। অথচ গাংনীর মাংসের বাজারে এর কোন প্রভাব পড়েনি। বরং মাংসের দাম বৃদ্ধি পেয়েই যাচ্ছে। শবে বরাতের আগে থেকেই পৌর কর্তৃপক্ষের নির্ধারিত দর উপেক্ষা করে বাড়তি দরে মাংস বিক্রি হচ্ছে এখানে। দাম বৃদ্ধির ব্যপারে ক্রেতা সাধারণ প্রতিবাদ করলে কসাইরা খারাপ আচরণ করে। মাংসের দামে দেয় হাড়গোড়। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন ক্রেতা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দরদাম
- গরুর মাংস
- গরুর দাম