কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুব্রত সাহা । রাসবিহারী

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১২:৫৬

মাছে-ভাতে বাঙালি: চার দশক ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছেন। কর্মসূত্রে বিশ্বের উন্নততর দেশেও গিয়েছেন। কিন্তু ভিতরে ভিতরে সেই ভেতো বাঙালিই রয়ে গিয়েছেন। এখনও যদি কেউ প্রশ্ন করেন পছন্দের খাবার নিয়ে। হাসি মুখে জবাব দেন, ‘‘ভাত আর মাছের ঝোল হলেই আমি খুশি।’’ভোট কিন্তু যুদ্ধ নয়: রাসবিহারী জয়ের লড়াইয়ে নেমেছেন। কিন্তু ভোটকে যুদ্ধ বলে মনে করেন না প্রাক্তন সেনাকর্তা। বলেন, ‘‘যুদ্ধ তো শত্রুদের সঙ্গে হয়। এখানে তো সকলেই আমাদের নিজের লোক। কারও সঙ্গেই যুদ্ধ করতে আসিনি।’’ রাজনীতি তাঁর মতে জনসেবার একটা পন্থা। বামফ্রন্টের ৩৪ বছর এবং তৃণমূলের ১০ বছরের আসনকাল দেখে সিদ্ধান্ত নিতে বলছেন রাসবিহারীর ভোটারদের। ফৌজির মতো মনে করছেন, বেশিরভাগ মানুষ যাঁকে বেছে নেবেন, তিনিই জয়ী হবেন।রণ-বীর সিংহ: সুরক্ষা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ সেনাবাহিনীর উপপ্রধান থাকাকালীন ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল পাক-অধিকৃত কাশ্মীরে। সেই অপারেশনের জন্য গোটা বিশ্ব ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছিল। সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই সেনা আধিকারিক। বিজেপি সমর্থক এবং কর্মীদের মুখে ঘুরেফিরে আসছে তাঁর সেই কৃতিত্বের কথা। কিন্তু অবসরপ্রাপ্ত রণ-বীর সে প্রসঙ্গে এড়িয়েই প্রচার করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে