![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F23%2Fnobel.jpg%3Fitok%3DRHIJg3sm)
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে নোবেলের শরীরে ৩০ সেলাই
এনটিভি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১২:২০
আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে আহত হয়ে তাঁর শরীরে ৩০টি সেলাই পড়েছে।
নিজের ফেসবুকে হ্যান্ডেলে এসব তথ্য জানিয়েছেন মঈনুল আহসান নোবেল। ফেসবুক পেজে নোবেল লিখেছেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাঁ-পাশের ভ্রু-তে ১৮টা—মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছেন। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’