
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলার উদ্দেশ্যে সরকার ১৪ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের যে লকডাউন ঘোষণা করেছিল, সপ্তাহান্তে তার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে। ২১ এপ্রিল ঘোষণা করা হয়েছে, লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। অবশ্য চলাচল সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে আরও আগে—৫ এপ্রিল থেকে। যদিও অফিস-আদালত ও কলকারখানা খোলা রয়েছে এবং সে কারণে সম্পূর্ণ লকডাউন সম্ভব হচ্ছে না, তবু যেটুকু হচ্ছে, তাতে লোকসমাগম অনেকটাই কমে এসেছে।