খড়কুটো আর পলিথিন ঘেরা ছাউনির বসতি। দিনে খরতাপ। রাতে কখনো শীতের কামড়। ছেঁড়াখোঁড়া ছাউনির ঘরে বৃষ্টির জল গড়ায়।