করোনা আবহেই চারহাত এক হল জ্বালা গুট্টা-বিষ্ণু বিশালের
সাত পাকে বাঁধা পড়লেন জাতীয় পুরস্কার জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বলা গুট্টা। দীর্ঘদিনের প্রেমিক বিষ্ণু বিশালের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন তিনি। বৃহস্পতিবার বধূ বেশে ছবি দিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গুট্টা। পাত্র ছিলেন চেতন আনন্দ। কিন্তু ২০১১ সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। বিবাহবিচ্ছেদের পর তাঁর পরিচয় হয় তামিল অভিনেতা বিষ্ণু বিশালের সঙ্গে। তাঁর সঙ্গেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অলিম্পিকে প্রথম অংশগ্রহণকারী ভারতীয় মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার। এদিন তাঁর পরনে ছিল সবুজাভ শাড়ি এবং কারুকার্যখচিত ব্লাউজ। সাবেকি তামিলিয়ানের সাজেই নিজেকে সাজিয়েছিলেন জ্বলা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ব্যাচেলর পার্টির ছবি। ব্রাইড টু বি জ্বলাকে ঘিরে রেখেছিলেন তাঁর বন্ধুরা। গত বছর সেপ্টেম্বর মাসেই বিষ্ণুর সঙ্গে আংটি বদল করেছিলেন সেলিব্রিটি খেলোয়াড়। লকডাউনে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই। লং ডিসটেন্সের জেরে নাকি সম্পর্কে চিড় ধরেছে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল মাঝেমধ্যেই। কিন্তু সমীকরণ বদলে যায় এনগেজমেন্টের খবরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.