ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনে ‘অক্সিজেনের মজুদ ৭২ ঘণ্টার’
ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনে থাকা নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন আছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর চিফ অব স্টাফ ইউদো মারগোনো।
নিখোঁজ হওয়ার আগে নাবিকরা যখন ওই সাবমেরিনটিতে আরোহণ করেছিলেন, তখনও সেটি ভালো অবস্থায় ছিল বলে বৃহস্পতিবার বলেছেন তিনি।
বুধবার স্থানীয় সময় ভোরের দিকে বালি দ্বীপের উত্তরে সামরিক মহড়ার সময় ৫৩ নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এর খোঁজ না মিললেও আবহাওয়া শান্ত থাকায় সাবমেরিনটির অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মারগোনো বলেছেন, নিখোঁজ সাবমেরিনটিতে যে অক্সিজেন আছে তা দিয়ে নাবিকদের শনিবার পর্যন্ত চলে যাবে।
সাবমেরিনটি সমুদ্রে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছিল বলেও নিশ্চিত করেছেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নৌবাহিনী
- সাবমেরিন