প্রতিদিনের ইফতারে কয়টি খেজুর খাওয়া সঠিক
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১৭:০১
সারাদিন অনাহারে থেকে ইফতারে সবাই খেজুর মুখে দিয়েই রোজা ভাঙ্গেন। এছাড়া অনেকেই সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়মিতই খেজুর খান। কারণ খেজুর স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তবে অন্যান্য সময়ের চাইতে রমজান মাসে খেজুরের কদর কয়েক গুণ বেড়ে যায়। খেজুর অত্যাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল।
খেতে সুস্বাদু ও মিষ্টি। কিন্তু মিষ্টি ফল হলেও ফাইবার সমৃদ্ধ এবং কম ক্যালোরি হওয়ায় খেজুর ওজন কমাতেও সাহায্য করে। এছাড়াও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করা, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ এবং প্রদাহ কমাতে সহায়তা করে খেজুর। খেজুরের নানা উপকারিতা থাকলেও সকাল বিকেল খেজুর খাওয়া উচিত নয়। অতিরিক্ত যেকোনো খাবারই বিপদের কারণ হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- ইফতার
- খেজুর
- ইফতারের রেসিপি