You have reached your daily news limit

Please log in to continue


পাক পায়রার বিরুদ্ধে এফআইআর, ভরা হয়েছে জেলে!

প্রেম কিংবা গুপ্তচরবৃত্তি, দুটোর ক্ষেত্রেই আদি এক বাহকের নাম কবুতর বা পায়রা। আগের দিনের রাজা বাদশারা দেশ থেকে দেশে খবরা খবর প্রেরনের জন্য ব্যবহার করতে পায়রা। তবে সেই উপযোগিতা কিন্তু এখনো জারি আছে। এখনো সমান তালে খবরা খবর আদান প্রদানে ব্যবহার করা হয় পায়রা। আর সেটা যদি গুপ্তচরবৃত্তি তাহলে তো কথাই নেই। এবার এমনটাই ঘটলো পাক-ভারত সীমান্তে। খুব সাধারণ ঘটনা নয়, অভিযোগ, পায়রার পায়ে বেঁধে তথ্য পাচার করছে পাকিস্তান!

জানা গেছে, পাঞ্জাবের রোরানওয়ালা সেনাচৌকিতে একটি পায়রা ধরা পড়ে তিন দিন আগে। সেটির পায়ে একটি নম্বর লেখা কাগজ পাওয়া গেছে। নম্বরটির তাৎপর্য এখনও বোঝা যায়নি, তবে পায়রাটিকে আটকানো হয়েছে। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে! খবর ইন্ডিয়া টুডে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন