![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-71-20210422145718.jpg)
হেফাজতের ১৬ মামলার দায়িত্বভার পেল পিবিআই
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক কাণ্ড ও দেশের বিভিন্ন জায়গায় হরতাল এবং সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের ১৬টি মামলার দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।