দেশজুড়ে টিকার দামে চাই সমতা, সরব মমতা
এইসময় (ভারত)
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১৩:৩৬
ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।ভ্যাকসিনের দামে (রাজ্যে যে দামে কিনবে) সমতা রাখার পাশাপাশি সকল দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার ব্যাপারে ফের সরব হয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপনের জনসভায় এ প্রসঙ্গে তীব্র আক্রমণ করেন মমতা। সরাসরি বলেছেন, ‘এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেথেছিলে। তাই মানুষ মারা যাচ্ছে।‘ অভিযোগ করেন, দিল্লি যদি আগে থেকে ভ্যাকসিন দিত তবে এই কোভিডটা হত না। তিনি বলেন, ‘মোদীকে ভ্যাকসিন দিতে বলেছিলাম, পয়সা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হল না। ৫ মে পর থেকে আমরা একদম বিনা পয়সায় বাকিদেরও ভ্যাকসিন দেব। এখনও দিচ্ছি।‘ ভ্যাকসিনের দাম সব জায়গায় সমান করার দাবি বার বার জানান তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে