'হাফ বোতল বাংলা... ছুঁতেও পারবে না করোনা', নিদান গোবরডাঙার 'চিকিৎসকের'
বাংলা মদ অর্থাৎ দেশী সুরা পান করলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে এমনি এক দাবি করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে উত্তর ২৪ পরগনা গোবরডাঙ্গার আলু ,কেউ বলে আলোদি। তিনি বলেন,'দুপুর বেলা খাওয়ার আগে হাফ বোতল করে দেশী অর্থাৎ বাংলা সুরা পান করে নিলেই করোনা আর হবে না। ৯৯% গ্যারান্টি।আমেরিকা হোক কি অন্যদেশ,সবচেয়ে বড় আমি গোবরডাঙ্গার চিকিৎসক।'