![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjafrullah-1-20210422133217.jpg)
অত্যাচারের খড়গ কমান : জাফরুল্লাহ
দেশের সাধারণ মানুষের ওপর ‘অত্যাচারের খড়গ’ কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছাও’ নাগরিক প্রতীকী অবস্থান শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।