![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffggdda-20210422133757.jpg)
বাড়ির কাছে পৌঁছে যাচ্ছে করোনার নমুনা সংগ্রহের গাড়ি
দেশে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় বিভিন্ন বুথে বেড়েছে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের চাপ। এই বাড়তি চাপের কারণে নমুনা দিতে আসা সুস্থ অনেকেরই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থেকে যাচ্ছে।
এ অবস্থায় চট্টগ্রাম নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বিআইটিআইডি) নিয়েছে একটি ভিন্ন উদ্যোগ। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে অন্তহীন নামে একটি ফাউন্ডেশন।