পদ্মা সেতুর কারণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ
কোনো সাহায্য ছাড়া ৩০ হাজার কোটি টাকা খরচ করে সেতু নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছিল, সত্যিই সেটা ছিল দুঃসাহসিক পদক্ষেপ। স্বপ্নও বলা যায়। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা করে দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সরকারের ভেতরের কতিপয় নীতিনির্ধারক মনেপ্রাণে স্বাগত জানাতে পারেননি।
কথিত সুশীলসমাজ ও একশ্রেণির মিডিয়াও স্বাগত জানানোর পরিবর্তে বিরূপ সমালোচনায় লিপ্ত হয়। কিন্তু নেত্রী দৃঢ়ভাবে বলেছিলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। তখন নীতিনির্ধারকদের কেউ কেউ ভোল পালটিয়ে পরামর্শদাতা সেজেছিলেন। এ সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য যারা করেছিলেন, তাদের প্রতি করুণা দেখানো ছাড়া কিছু থাকে না। আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল ও অদম্য সাহসিকতা ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছি। কারণ দিনশেষে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি এ সিদ্ধান্তে অটল ছিলেন, যার সুফল আজ পদ্মা সেতুর সফল বাস্তবায়ন।